প্রকাশিত: Thu, Jun 22, 2023 8:41 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:17 PM
ভারী বৃষ্টির পাশাপাশি উজানের পানি ঢুকছে লোকালয়ে
মুরাদ হাসান: রংপুর ও সিলেট বিভাগ এবং সিরাজগঞ্জে বন্যা এখন সময়ের ব্যাপার, এমনই জানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদ-নদী-খাল উপচে পড়ে জনপথে ঢুকে পড়েছে পানি। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবাবার।
কুড়িগ্রাম প্রতিনিধি শাহনাজ পারভীন জানান, অতিরিক্ত পানির চাপে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলিয়ানী পাড়ায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি তলিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। ২৫০ মিটার বাঁধের উপরে পানিতে তলিয়ে যাওয়ায় লোকালয়ে জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে নতুন পানি যোগ হয়ে প্লাবিত হতে শুরু করছে। বামনডাঙ্গার তেলিয়ানী, মালিয়ানী, বড়মানি, ধনিটারী, অন্তাইপাড়, সেনপাড়া, পাটেশ্বরী, বোয়ালেরডারা, পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে এসব এলাকায় ভেসে গেছে বেশ কয়েকটি পুকুর। প্লাবিত হচ্ছে ঘরবাড়ি।
সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানিয়েছেন, সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুরের মেঘাই ঘাট ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীরপানিও বাড়তে শুরু করেছে। পানি আরো দুই তিন দিন পানি বাড়তে পারে তিনি জানান।
সুনামগঞ্জ প্রতিনিধি তাছাদ্দুক রাজা জানান, উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েক দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে সুনামগঞ্জ জেলার সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, বৌলাই, পাকলিসহ সবকয়টি নদনদীর পানি বেড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। জেলার তাহিরপুর উপজেলার শক্তিয়ার খোলা এলাকার এক কিলোমিটার সড়ক যাদুকাটা নদীর পানিতে প্লাবিত হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব